শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

দ্বারপ্রান্তে এসেও গাজায় যুদ্ধবিরতি ঝুলিয়ে দিলেন নেতানিয়াহু

  • জিম্মিদের তালিকা না দেয়া পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি হবে না, জানিয়েছেন নেতানিয়াহু 
  • প্রযুক্তিগত ত্রুটি ও মাঠ পর্যায়ের সমন্বয়ের অভাবে তালিকা দিতে বিলম্ব, বলছে হামাস
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০১:২০ পিএম

সবকিছু ঠিকঠাক থাকলে আজ রোববার সকাল থেকেই যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দ্বারপ্রান্তে এসেও যুদ্ধবিরতি ঝুলিয়ে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

প্রথম ধাপে যেসব জিম্মিদের মুক্তি দেয়া হবে, হামাস তাদের তালিকা না দেয়া পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না বলে জানিয়েছেন তিনি। খবর আল জাজিরা ও বিবিসি।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) যুদ্ধবিরতি শুরু না করার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল।

কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী তার সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যতক্ষণ না ইসরায়েল হামাস কর্তৃক মুক্তিপ্রাপ্ত জিম্মিদের তালিকা না পায়, ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না।

ইসরায়েলের গণমাধ্যম বলছে, হামাস এখনও জিম্মিদের নামের তালিকা সরবরাহ করেনি। তবে ফিলস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে প্রযুক্তিগত ত্রুটি ও মাঠ পর্যায়ের সমন্বয়ের অভাবে তালিকা দিতে বিলম্ব হচ্ছে।

যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় গত ১৫ জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। যুদ্ধবিরতির চুক্তিতে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতির প্রথম দিনই ৭৩৭ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। আর এসব বন্দী মুক্তির বিপরীতে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত