দীর্ঘ ১৫ মাসের যুদ্ধের পর নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে গতকাল রোববার থেকে যুদ্ধবিধ্বস্ত গাজায় শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি। বিরতির প্রথম দিনে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। জিম্মিদের রেডক্রসের হাতে তুলে দিয়েছে তারা।
মুক্তি দেওয়ার সময় জিম্মিদের হাতে ‘উপহারের ব্যাগ’ তুলে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। খবর নিউইয়র্ক পোস্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, উপহারের ব্যাগে জিম্মিদের বন্দী থাকা অবস্থার ছবি, গাজার ছবি ও একটি শংসাপত্র ছিল বলে জানা গেছে। একটি ভিডিও চিত্রে দেখা গেছে, উপহারের ব্যাগ হাতে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন তিন জিম্মি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার পক্ষে–বিপক্ষে আলোচনা ও সমালোচনা চলছে। হামাস সমর্থকেরা এ ঘটনায় আনন্দ প্রকাশ করলেও অনেকে এটিকে ‘নিষ্ঠুরতা’ বলে অভিহিত করেছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মুক্তি পাওয়া তিন নারী রোমি গোনেন, দরোন স্ট্রেনব্রেচার এবং এমিলি দামারিকে তাদের মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে এবং প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে তাদের স্বাস্থ্যের অবস্থা ভালো রয়েছে।
তবে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, মুক্তি পাওয়া জিম্মিদের আপাতত কয়েক দিন হাসপাতালে রাখা হবে। দীর্ঘ বন্দী দশার জন্য তাদের চিকিৎসা প্রয়োজন।
ইসরায়েলের তেল আবিবে প্রতিরক্ষা সদরদপ্তরের সামনে দাঁড়িয়ে শত শত ইসরায়েলিরা হামাসের কাছে থাকা তিন জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তরের দৃশ্য লাইভ দেখছিলেন। তিন নারী জিম্মিকে হস্তান্তরের সময় অনেককে উল্লাস ও কান্না করতে দেখা যায়।