বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

এভারেস্ট আরোহণ ফি বাড়াল নেপাল, খরচ পড়বে কত?

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১০:৩৭ পিএম

পারমিট ফি এবং বিদেশি পর্বতারোহীদের অন্যান্য ব্যয় থেকে আয় নেপালের রাজস্ব এবং কর্মসংস্থানের মূল উত্স। তবে মাউন্ট এভারেস্ট জয়ের ব্যয়বহুল স্বপ্ন পর্বতারোহীদের জন্য আরও ব্যয়বহুল হতে চলেছে। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণের জন্য পারমিট ফি ৩৫ শতাংশেরও বেশি বাড়ানোর পরিকল্পনা করছে দেশটি।

নেপালের পর্যটন বিভাগ জানিয়েছে, শিগগিরই ৮,৮৪৯ মিটার (২৯,০৩২ ফুট) শৃঙ্গে আরোহণে ১৫ হাজার ডলার খরচ হবে, যা প্রায় এক দশক ধরে চলে আসা ১১ হাজার ডলার থেকে ৩৬ শতাংশ বেশি।

দেশটির পর্যটন বিভাগের মহাপরিচালক নারায়ণ প্রসাদ রেগমি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, নতুন এই নিয়ম সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এবং জনপ্রিয় সাউথ ইস্ট রিজ (সাউথ কোল রুট নামেও পরিচিত) বরাবর এপ্রিল-মে মৌসুমে প্রযোজ্য হবে।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে পারমিট ফি পর্যালোচনা করা হয়নি। আমরা এখন সেগুলো নবায়ন করেছি।

ফি বৃদ্ধির পর নেপাল যে অতিরিক্ত রাজস্ব আদায় করবে তা কীভাবে ব্যবহার করার পরিকল্পনা করছে তা রেগমি বলেননি। নেপাল প্রতি বছর এভারেস্ট অভিযানের জন্য প্রায় ৩০০ পারমিট ইস্যু করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত