রিয়াল মাদ্রিদের জার্সিতে ফর্মের তুঙ্গে আছেন ভিনিসিয়ুস জুনিয়র। গতকাল বুধবার রাতে সালজবুর্গের বিপক্ষে রিয়ালের ৫-১ গোলের বড় জয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। এর মাধ্যমেই তিনি রিয়ালের জার্সিতে শততম গোলের মাইফলক পেরিয়ে গেছেন। এবার তার সামনে কেবল রোনালদো নাজারিও।
রিয়ালের জার্সিতে সফলতম ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদো ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত ১০৪টি গোল করেছেন। গতকাল রাতে জোড়া গোল করে ভিনিসিয়ুসের গোলসংখ্যা এখন ১০১টি। ব্রাজিল কিংবদন্তিকে ছাড়িয়ে যেতে তার আর ৪টি গোল প্রয়োজন।
২৪ বছর বয়সে রিয়ালের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগাসহ মোট ১৪টি শিরোপাজয়ী ভিনিসিয়ুস তার অগ্রজের রেকর্ড ভাঙা নিয়ে বলেছেন, ‘এই জার্সিতে গোল করতে পারলেই খুশি থাকি আমি। এই জার্সিতে সবচেয়ে বেশি গোল করা ব্রাজিলিয়ান রোনালদো। তার চেয়ে তিন গোল পিছিয়ে আছি। আশা করি, আমি আরও গোল করতে পারব।’