বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ফাইনালিস্ট প্রোটিয়াদের ছাড়াই বর্ষসেরা টেস্ট একাদশ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৫:০২ পিএম

সাদা পোশাকে বছর জুড়ে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন যশস্বী জয়সওয়াল। আইসিসি বর্ষসেরা টেস্ট একাদশে জায়গা পেয়েছেন ভারতের তরুণ এই ওপেনার। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়া দক্ষিণ আফ্রিকার নেই কেউ সেরা একাদশে।

ওয়ানডের মতো বাংলাদেশের কোন খেলোয়াড় নেই আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশেও।

শুক্রবার আইসিসি প্রকাশিত ২০২৪ সালের সেরা টেস্ট দলে সর্বোচ্চ ৪ জন ক্রিকেটার ইংল্যান্ডের। ৩ জন ভারতের, দুইজন নিউজিল্যান্ডের। একজন করে আছেন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার ক্রিকেটার।

আইসিসি বর্ষসেরা টেস্ট একাদশ: যশস্বী জয়সওয়াল, বেন ডাকেট, কেন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, কামিন্দু মেন্ডিস, জেমি স্মিথ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, প্যাট কামিন্স (অধিনায়ক), ম্যাট হেনরি, জাসপ্রিত বুমরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত