মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

রাবিতে কলেজ শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় কমিটি গঠন

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৮:১৯ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কলেজ শিক্ষার্থীর ‘রহস্যজনক’ মৃত্যুর ঘটনায় অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিনকে আহ্বায়ক করে ৩ সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে ওই কমিটিকে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিহত শিক্ষার্থীর নাম মো. শিমুল (২০)। তিনি রাজশাহী কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় সংলগ্ন মধ্য বুধপাড়ায় তার বাড়ি।

জনসংযোগ দপ্তর থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক এই ঘটনার অনুসন্ধানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীনকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই ঘটনার প্রকৃত সত্য উন্মোচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করছে। কোনো প্রকার অনুমাননির্ভর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ ছড়ানো থেকে বিরত থাকার জন্য কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছে।’

ঘটনার বিবরণ সম্পর্কে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার পর ক্যাম্পাসে স্যার জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে সংস্কারাধীন রাস্তায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে রাস্তায় আরসিসি ঢালাইয়ের জন্য বিছানো রডের ওপর শিমুল পড়ে যায়। আশেপাশে অবস্থানরত শিক্ষার্থীরা দ্রুত তাকে বিশ্ববিদ্যালয়ের  চিকিৎসা কেন্দ্রে ও পরবর্তীতে উন্নততর চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই মৃত্যুতে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও অধ্যাপক ফরিদ উদ্দীন খান গভীর শোক প্রকাশ করেছেন। তারা শিমুলের রুহের মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত