সতীর্থদের ব্যর্থতার দিনে জ্বলে উঠলেন তিলক ভার্মা। রান তাড়ায় এক প্রান্ত আগলে রেখে দলকে একাই টানলেন। তার অপরাজিত ফিফটিতে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে আরও এগিয়ে গেল ভারত।
চেন্নাইয়ে শনিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ইংল্যান্ড করে ৯ উইকেটে ১৬৫ রান। জবাবে চার বল বাকি থাকতে ২ উইকেটে জয় পায় ভারত।
লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে স্বাগতিকরা। তবে তিনে নামা তিলক ৫ ছক্কা ও ৪ চারে ৫৫ বলে খেলেন ৭২ রানের ম্যাচজয়ী ইনিংস। এমন ইনিংসে ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিলক। এছাড়া ওয়াশিংটন সুন্দর করেন ১৯ বলে ২৬। অভিষেক শর্মা ও অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাট থেকে ১২ রান করে আসে।
পাঁচ ম্যাচের সিরিজে ২-০ গোলে এগিয়ে গেল ভারত।