বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

লেস্টারে খেলার সুযোগ না পেয়ে শেফিল্ডে চলে যাচ্ছেন হামজা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০২:১০ পিএম

কিছুদিন ধরেই গুঞ্জন উড়ছিল বাংলাদেশের হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি ছেড়ে পাড়ি জমাচ্ছেন শেফিল্ড ইউনাইটেডে। গত রাতে লেস্টার কোচ রুড ফন নিসটেলরয় এ তথ্যের নিশ্চয়তা দিয়েছেন।

নিসটেলরয় জানিয়েছেন, হামজাকে ধারে শেফিল্ডে পাঠানোর প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। চলতি মৌসুমের বাকি সময়টা ধার ‍চুক্তিতে শেফিল্ডের হয়ে খেলবেন বাংলাদেশের এ ফুটবল। দুই ক্লাবের মধ্যকার মৌখিক কথাবার্তা পাকা হয়ে গিয়েছে। পুরো প্রক্রিয়া আরও সহজ করতে কাগজপত্রের আর কিছু আনুষ্ঠানিকতা শেষ হলে সামনের সপ্তাহেই শেফিল্ডে যোগ দেবেন হামজা।

রবিবার টটেনহামের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে স্কোয়াডে ছিলেন না হামজা। এবারের মৌসুমে লিগের মাত্র ৪টি আর সবমিলিয়ে ৬টি ম্যাচে মাঠে নামেন তিনি। শেফিল্ড বর্তমানে দ্বিতীয় স্তরের লিগ ইংলিশ চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দলবদল বিষয়ক বিশেষজ্ঞ ইতালির সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানিও একই তথ্য তার এক্স অ্যাকাউন্টে প্রকাশ করেছেন।

এখনো বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়নি হামজা চৌধুরীর। তার আগেই দেশের হয়ে খেলতে পারা নিশ্চিতের সঙ্গে রাতারাতি বেড়ে যায় লেস্টার সিটির সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত