শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ভারতের বিপক্ষে ম্যাচের আগে ভারতের সঙ্গেই প্র্যাকটিস বাংলাদেশের!

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৪:২৭ পিএম

ভারতের চাপে চ্যাম্পিয়নস ট্রফিও হচ্ছে হাইব্রিড মডেলে। যেখানে নিজেদের সবগুলো ম্যাচ দুবাইতে খেলবে ভারত। ওই কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে ভারত বাংলাদেশের বিপক্ষে একটি অনুশীলন ম্যাচ খেলতে পারে। বাংলাদেশ না হলে আরব আমিরাতও হতে পারে এই অনুশীলন ম্যাচে ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ। দেশটির গণমাধ্যম দৈনিক জাগরণ এ সংবাদ প্রকাশ করেছে।

ওই সময় বাংলাদেশ ছাড়া বাকি সবগুলো দল পাকিস্তানে অবস্থান করবে। তাই বাংলাদেশের বিপক্ষেই ম্যাচ খেলতে আগ্রহী ভারত। যেহেতু ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষেই বাংলাদেশের প্রথম ম্যাচ। তাই দুদলের অনুশীলন ম্যাচে মুখোমুখি না হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। এমন পরিস্থিতি হলে প্রয়োজনে আরব আমিরাতের বিপক্ষে খেলতে পারে ভারত।

বিপিএলে টি-টোয়েন্টি খেলেই মিনি বিশ্বকাপে নামবে বাংলাদেশ। তার আগে এমন অনুশীলনের সুযোগ বাংলাদেশের জন্য কাজে আসবে। এই প্র্যাকটিস ম্যাচের তারিখ এখনো ঠিক হয়নি। ১২ ফেব্রুয়ারি ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হবে ভারতের। আসর শুরুর দুই-তিনদিন আগের কোনো এক সময়ে এ ম্যাচটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত