১৩ টেস্টে ১৪.৯২ গড়ে ৭১ উইকেট। এই পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন জাসপ্রিত বুমরা। আইসিসির ২০২৪-এর বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের পেসার।
গণমাধ্যম প্রতিনিধি, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে ইংল্যান্ডের জো রুট, হ্যারি ব্রুক ও শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসকে পেছনে ফেলেছেন বুমরা।
ভারতের প্রথম পেসার ও ষষ্ঠ ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেলেন বুমরা। ২০০৪ সালে রাহুল দ্রাবিড়, ২০০৯ সালে গৌতাম গাম্ভির, পরের বছর বীরেন্দার শেবাগ, ২০১৬ সালে রবিচন্দ্রন অশ্বিন ও ২০১৮ সালে বিরাট কোহলি পেয়েছিলেন এই স্বীকৃতি।