গাজীপুরের শ্রীপুরে শিল্প প্রতিষ্ঠানের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই নেতার অনুসারীদের মধ্যে ব্যাপক মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির দুই নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির এবং সাধারণ সম্পাদক আক্তারুল আলমের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত করা হয় গাজীপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান মোল্লা এবং গাজীপুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আয়াত উল্লাকে।
জানা যায়, সোমবার দুপুরে উপজেলার নয়নপুর বাজার এলাকায় রিদিশা কারখানার সামনে ঝুট ব্যবসা নিয়ে বিএনপি নেতা আয়াত উল্লা ও মজিবুর মোল্লার অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে নিজেদের আধিপত্য ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুগ্রুপ মারামারিতে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১০ নেতাকর্মী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিএনপির দুগ্রুপের মধ্যে মারামারির খবর ছড়িয়ে পড়লে দলীয় ভাবমুর্তি ক্ষুন্ন হওয়ায় উপজেলা বিএনপি এ সিদ্ধান্ত নেয়। শ্রীপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আক্তারুল আলম বলেন, ঝুট ব্যবসা কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদককে দলীয় সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের সদস্যপদও বাতিল করা হয়েছে। তাদের নিজেদের ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে দলীয় ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে।