সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সৌদি আরবের পাট চুকিয়ে ফেললেন নেইমার। এক যুগ পর ফিরলেন শৈশবের ক্লাব সান্তোসে। তার আগমনের গুঞ্জন ছড়িয়েছিল চলতি মাসের শুরুতে। এরপর এই অল্প কয়েকদিনেই সান্তোসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোয় হু হু করে ফলোয়ার বেড়ে যাচ্ছে।
স্পোর্টস মার্কেটিং গবেষণাপ্রতিষ্ঠান ইবোপে রেপুকম জানিয়েছে, নেইমার আসার খবর চাউর হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে সান্তোসের ফলোয়ার বেড়েছে প্রায় ১১ লাখ, যা পুরো ২০২৪ সালেও হয়নি! গত বছর ৮ লাখ ৫৫ হাজার নতুন ফলোয়ার পেয়েছিল সান্তোস।
এদিকে ‘সোশ্যাল ব্লেড’ ওয়েবসাইট জানিয়েছে, গত ১ জানুয়ারি থেকে ইনস্টাগ্রামে সান্তোসের নতুন ফলোয়ারসংখ্যা বেড়েছে ৭ লাখ ২০ হাজার। বর্তমানে এই পেজের ফলোয়ারসংখ্যা ৪২ লাখ ৩০ হাজার। টিকটকে জানুয়ারিতে বেড়েছে ৪ লাখ ফলোয়ার। টিকটক ও ইনস্টাগ্রাম মিলিয়ে প্রায় ১১ লাখ নতুন ফলোয়ার পেয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটি।
উল্লেখ্য, সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নেইমারের সান্তোসে ফেরার খবর নিশ্চিত করেছেন সাও পাওরোর ক্লাবটির প্রেসিডেন্ট মার্সেলো তিসেরা। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘নেইমার, এখন ফেরার সময়। এখন তোমার নিজের মানুষদের কাছে ফেরার সময়। তোমার ঘরে, যে ক্লাবটি তোমার হৃদয়ে। আমাদের ছেলেকে স্বাগতম। আমাদের ভিলার ছেলে। আবারও ফিরে আসো সাদা-কালো জার্সিতে। তোমাকে দুহাতে বরণ করে নেওয়ার অপেক্ষায় সান্তোসের সবাই।’