শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় দালালসহ তিন বাংলাদেশি আটক

  • ভারতে অনুপ্রবেশের সময় দালাল ও শিশুসহ তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি
  • মাগুরমারী বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২১ পিএম

পঞ্চগড়ে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এক দালাল ও শিশুসহ তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

শুক্রবার গভীর রাতে পঞ্চগড় উপজেলা সদরের সাতমেরা ইউনিয়নের মুহুরীজোত সীমান্তের মেইন পিলার ৭৪২ এর ৯ নং সাব পিলার এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন তারা। নীলফামারী ৫৬ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

আটককৃতরা হলেন, ঠাকুরগাঁও জেলা সদরের আলমপুর গ্রামের শ্রী নিতাই চন্দ্র রায় (৩৫), তার সাত বছরের মেয়ে শ্রী ভূমি রানী শ্রেয়া এবং তেঁতুলিয়া উপজেলার শিবচন্ডি এলাকার সাদ্দাম (৩০) হোসেন। সাদ্দাম হোসেন তাদের অবৈধ পথে ভারত যেতে সহায়তার চেষ্টা করছিলেন।

বিজিবি জানায়, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাগুরমারী বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে কাঁটাতারের বেড়া কাঁটার ১ টি প্লাস, ২ টি মোবাইল ফোন, রুপার নুপুর ১ জোড়া এবং বাংলাদেশি নগদ ২০ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়। চোরাচালানকারি ও দালাল সাদ্দাম হোসেন ৩০ হাজার টাকার বিনিময়ে তাদের ভারতে পাঠানোর চেষ্টা করেন বলে জানায় বিজিবি।

নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করা হবে। তাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ সীমান্তে যেকোন অপতৎপরতা ঠেকাতে বিজিবি সজাগ রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত