কুড়িগ্রামের চিলমারীতে বাঁশঝাড়ের ভেতরে সোনালু গাছের ডালে গলায় মাফলার পেঁচিয়ে মাসুম মিয়া (৩৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার ফকিরের কুটি এলাকায় এ ঘটনা ঘটে। মাসুম মিয়া ওই এলাকার সাদেক আলীর ছেলে।
স্থানীয়রা জানান, আত্মহত্যা করা মাসুমের দুই বউ। এক বউ গ্রামে থাকেন, আরেক বউ থাকেন ঢাকায়। দুই বউ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক কলোহ চলে আসছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বাড়িতে থাকা এক বউয়ের সাথে ঝগড়া করে মাসুম মিয়া ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বেড়িয়ে পড়েন। কিন্তু শনিবার ভোররাতে উপজেলার ফকিরের কুটি এলাকায় বাঁশঝাড়ের ভেতরে সোনালুগাছের ডালে গলায় মাফলার পেঁচিয়ে ঝুলন্ত থাকা অবস্থায় মাসুমকে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, পারিবারিক ঘটনার জেরে আত্মহত্যার ঘটনাটি ঘটে থাকতে পারে। তারপরেও বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।