সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী জুয়েল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে অভিযান পরিচালনা করে নাশকতা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে জুয়েলকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।
জুয়েল এম এ মান্নান এমপি হওয়ার পর থেকে তার সাথে ব্যক্তিগত সহকারীর কাজ করতো এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সে শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামেই থাকতো। শনিবার ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে তাকে গ্রেপ্তার করে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী দেশ রূপান্তরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।