টাঙ্গাইলের ভূঞাপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক লাল মাহমুদ খান ওরফে লাল খাঁর নেতৃত্বে জুয়ার আসর চালানোর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, প্রতিবাদ করায় জমির মালিককে হুমকির দেয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি জমির মালিককে হুমকি দেয়ার অডিও এবং জুয়ার আসরের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে অভিযুক্ত দাবি করছেন, সুপার এডিট করে অডিওটি প্রচার করা হচ্ছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে যমুনা নদী সংলগ্ন ভূঞাপুর উপজেলার তেঘুরী এলাকায় জুয়া খেলা চলছিল। ওই এলাকার মিল্টনের জমিতে বসতো জুয়ার আসর, যা নিয়ন্ত্রণ করতেন লাল মাহমুদ খান। উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে জুয়াড়িরা সেখানে খেলতে যায়। এছাড়াও উপজেলার নিকরাইল ইউনিয়নের পুনর্বাসন (নেংরা) বাজারে মুরগি ব্যবসায়ী এরশাদ ও ভাঙ্গারি দোকানি মজনুর নেতৃত্বে চলে জুয়ার আসর।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানায়, গ্রামাঞ্চল হওয়ায় জুয়াড়িরা দিনেরাতে তাস খেলে। রাজনৈতিক ছত্রছায়ায় এসব হওয়ায় ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, দিনের বেলায় একদল জুয়াড়ি আসর বসিয়েছেন। সেখানে একজন তাস রেডি করছে। বসে থাকা জুয়াড়িরা টাকা সামনে রাখছেন। পাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করছে আরেকদল।
এছাড়া ৫ মিনিট ২৭ সেকেন্ডের অডিওতে জমির মালিক মিল্টনের উদ্দেশ্যে বিএনপি নেতা লাল খানকে বলতে শোনা যায়, ‘তুই থানায় যাইয়া বলবি নাকি কোথায় কী বলবি বলগা। ওখানে প্রশাসনরে দিয়ে আমি বোর্ড বসাইছি। ওনে চট্টগ্রাম থেকেও আইব। আমি বসাই দিছি, প্রশাসন বসাইছে। যা তুই ফিরাগা, দেখমুনি আমি। তোরে আজকে থেকে আমি সরাইয়া দিলাম।’ এক পর্যায়ে তাকে হুমকি দেয়া হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু বলেন, সাংগঠনিকভাবে বিএনপি নেতা লাল খানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। পৌর কমিটিকে বিষয়টি জানানো হয়েছে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। জুয়ার আসর বন্ধে পুলিশ আইনি পদক্ষেপ নেবে।
এদিকে সূত্র জানিয়েছে, ভূঞাপুর পৌরসভার তেঘুরী গ্রামে উপজেলার কুকাদাইর এলাকার মেঘদুল, গোপীনাথপুর চরের মামুন, কুঠিবয়ড়ার মামুন, মাস্টারপাড়ার রঞ্জু এবং বাগবাড়ি এলাকার সেকাম জুয়ার আসর পরিচালনা করে। প্রতিদিন দুই জায়গায় জুয়ার আসরে আসে শতাধিক লোক। দুই আসরে লেনদেন হয় কয়েক লাখ টাকা। জুয়াড়ি সেকামের বিরুদ্ধে ২০২০ সালে সাংবাদিকদের ওপর হামলার মামলা রয়েছে।