যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের খরচ কমানোর দায়িত্ব দিয়েছেন ধনকুবের ইলন মাস্ককে। এই দায়িত্বের অংশ হিসেবে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)-এর কার্যক্রম বন্ধ করে দেবেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের (ডিওজিই) প্রধান মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক আলোচনায় অংশ নেন। এই আলোচনায় ইউএসএআইডির ভবিষ্যৎ নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।
এতে আরও অংশ নেন সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী বিবেক রামাস্বামী, রিপাবলিকান সিনেটর জনি আর্নস্ট ও মাইক লি। এ সময় মাস্ক জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের এই সংগঠন বন্ধের সিদ্ধান্তের সঙ্গে একমত তিনি।
এর আগে রবিবার (২ ফেব্রুয়ারি) ইউএসএআইডিকে অপরাধী সংগঠন আখ্যা দেন মাস্ক। পাশাপাশি আরও মন্তব্য করেন, এটা থাকা উচিত না। এটাকে আর ঠিক করাও সম্ভব নয়। এ বিষয়ে সামাজিক মাধ্যম এক্সে বেশ কয়েকটি বার্তাও দেন মাস্ক।
রবিবার ইউএসএআইডির দুই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্ত করে ট্রাম্প প্রশাসন। তাদের অপরাধ, তারা মাস্কের ডিওজিই বিভাগের কর্মকর্তাদের ওই সংগঠনের সদর দপ্তরের গোপন অংশগুলোতে প্রবেশ করতে দেয়নি।
এর আগে মাস্ক দাবি করেন, ইউএসএআইডি মার্কিন জনগণের করের অর্থ দিয়ে জৈব অস্ত্র গবেষণায় অর্থায়ন করেছে। প্রোপাগান্ডা ছড়ানোর জন্য অর্থ ব্যয় করেছে। তাই সংস্থাটির মরে যাওয়াই ভালো।
ইউএসএআইডি এককভাবে বিশ্বের সবচেয়ে বড় দাতা সংগঠন। ২০২৩ অর্থবছরে যুক্তরাষ্ট্র এই সংগঠনের মাধ্যমে বিশ্ব জুড়ে ৭২ বিলিয়ন ডলার বিতরণ করেছে। ২০২৪ সালে জাতিসংঘের নিরীক্ষায় থাকা সব ধরনের মানবিক ত্রাণের ৪২ শতাংশই দিয়েছে এই সংগঠনটি।
টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেরও মালিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল সরকারের ব্যয় কমিয়ে আনার যে উদ্যোগ নিয়েছেন তার নেতৃত্ব দিচ্ছেন ইলন মাস্ক।