সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

৪০তম জন্মদিনের প্রাক্কালে রোনালদোর জোড়া গোল

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৩ এএম

রাত পোহালেই ৫ ফেব্রুয়ারি ৪০ বছরে পা দেবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার আগে গতকাল সোমবার রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে জোড়া গোল করে আল নাসরকে জেতালেন সিআর সেভেন। তার সৌজন্যে আল ওয়াসলের বিপক্ষে আল নাসর জিতেছে ৪-০ গোলে।

আল ওয়াসলের ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন রোনালদো। এরপর ৭৮ মিনিটে দ্বিতীয়বার প্রতিপক্ষের জাল কাঁপান তিনি। এই নিয়ে ক্যারিয়ারে তার গোলসংখ্যা দাঁড়াল ৯২৩টি। গোলের পর অভিনব ভঙ্গিতে হাত উপরে তুলে বিশেষ উদযাপনও করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

চলতি মৌসুমে আল নাসরের হয়ে ২৫ ম্যাচে ২৩ গোল হয়ে গেল রোনালদোর। সেইসঙ্গে এএফসি চ্যাম্পিয়নস লিগে ৫ ম্যাচে ষষ্ঠ গোল। হাজারতম গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে তিনি আর মাত্র ৭৭ গোল দূরে। রোনালদোর যে ফিটনেস আর ফর্ম, তাতে হয়তো আর বেশিদিন লাগবে না হাজার গোলের মাইলফলকে যেতে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত