সাংবাদিক এডু আগুয়েরের সঙ্গে দেওয়া এক সাক্ষাতকারে মনের অনেক কথাই খুলে বলেছেন মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সেখানে আরেক মহাতারকা লিওনেল মেসির সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি।
রোনালদো বলেন, ‘আমাদের কখনোই খারাপ সম্পর্ক ছিল না। ১৫ বছর ধরে একই পুরস্কারের মঞ্চ ভাগাভাগি করে আসছি। আমার এখনও মনে আছে, তাকে (মেসিকে) ইংরেজিতে কি প্রশ্ন করা হয়েছিল সেটি আমি অনুবাদ করে দিয়েছিলাম। সে খুবই হাস্যরসাত্মক এবং সব সময় আমার সঙ্গে সৌহাদ্যপূর্ণ আচরণ করেছে। একজন আরেকজনে ছাপিয়ে যাওয়া স্বাস্থ্যকর প্রতিযোগিতা ছিল আমাদের মাঝে। এমনটা আর ভবিষ্যতে হবে কি না আমার সন্দেহ হয়।’
বিভিন্ন সময় সাক্ষাতকারে মেসিও রোনালদো সম্পর্কে এমন কথাই বলেছেন। ফুটবল ছাপিয়ে এ দুই মহাতারকা ঘনিষ্ঠ বন্ধু না হলেও শত্রু যে নন সেই ইঙ্গিতই এবার দিলেন রোনালদো