অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশের দায়ে পানামার পতাকাবাহী জাহাজকে ১০ লাখ টাকা জরিমানা করলো চট্টগাম বন্দর কর্তৃপক্ষ। পূর্বানুমতি ছাড়া জলসীমায় প্রবেশের দায়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জাহাজের স্থানীয় এজেন্টকে এই জরিমানা করেন।
জরিমানা পরিশোধের পর জাহাজটি মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দরের সীমানা ছেড়ে যায়।
এর আগে রবিবার এমভি ডলফিন জাহাজটি মোংলা বন্দরে যাওয়ার কথা থাকলেও ভুল করে কুতুবদিয়া পয়েন্টে চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করে।
ভুলক্রমে পানামার জাহাজটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করেছে জানিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন,‘চট্টগ্রাম বন্দরের জলসীমায় ভুলক্রমে এমন ঘটনা প্রায়ই ঘটে থাকে। এগুলোর বিরুদ্ধে আমরা বিধি অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকি। এই জাহাজটি কুতুবদিয়া পয়েন্টে আমাদের জলসীমায় প্রবেশের পর ১০ লাখ টাকা জরিমানা দিয়ে মোংলার উদ্দেশে ছেড়ে যায়।’
জানা যায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী কোনো জাহাজ বন্দরে প্রবেশের ৫ দিন আগে স্থানীয় এজেন্টের মাধ্যমে অবহিত করতে হয়। কিন্তু এই জাহাজটি তা অবহিত করেনি। ফলে জলসীমায় প্রবেশের পর জাহাজটি আটকে দেওয়া হয়। এই জাহাজটি পরবর্তীতে স্থানীয় এজেন্ট নিয়োগ করে এবং স্থানীয় এজেন্টের মাধ্যমে জরিমানার টাকা পরিশোধ করে মঙ্গলবার চট্টগ্রাম বন্দর এলাকা ছেড়ে যায়।
এর আগে বাংলাদেশের জলসীমায় ভারতীয় কিছু ট্রলার প্রবেশের দায়ে বাংলাদেশ সেগুলো জেলেসহ আটক করে রেখেছিল। পরবর্তীতে ভারতীয় জলসীমায় প্রবেশের দায়ে বাংলাদেশি দুটি মাছ ধরার জাহাজ ও ৯২ জন নাবিককে আটক করেছিল ভারতীয় কোস্ট গার্ড। একমাস আটক থাকার পর গতমাসে বন্দি বিনিময় চুক্তির আওতায় জেলেদের আদান প্রদান করা হয়।