শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

কামিন্স হ্যাজেলউড স্টয়নিস মার্শকে হারিয়ে চ্যালেঞ্জের মুখে অস্ট্রেলিয়া 

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৮ পিএম

ওয়ানডের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস ট্রফি শুরুর দুসপ্তাহেরও কম সময় আগে বড় ধাক্কা খেয়েছে। ইনজুরির কারণে তারা হারিয়েছে চার গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে, যার মধ্যে আছেন অধিনায়ক প্যাট কামিন্স ও অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড।  

গোড়ালির চোটের কারণে অধিনায়ক কামিন্স ছিটকে গেছেন, আর হ্যাজেলউড বাদ পড়েছেন কাফ ইনজুরির কারণে। শুধু তাই নয়, অলরাউন্ডার মিচেল মার্শও পিঠের চোটের জন্য খেলতে পারবেন না। আরও বড় ধাক্কা এসেছে মার্কাস স্টয়নিসের অবসর ঘোষণার মধ্য দিয়ে। এই চার তারকার অনুপস্থিতি অস্ট্রেলিয়ার পরিকল্পনাকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।  

কামিন্সের পরিবর্তে দলে আসতে পারেন শন অ্যাবট। হ্যাজলউডের জায়গায় লড়াই হবে জেভিয়ার বার্টলেট ও স্পেন্সার জনসনের মধ্যে। অলরাউন্ডার মার্শের পরিবর্তে সুযোগ পেতে পারেন কুপার কনোলি। যদিও ওডিআই ও লিস্ট এ ক্রিকেটে তার রেকর্ড আহামরি নয়, তবে বাঁহাতি স্পিন ও ব্যাটিং দক্ষতা তাকে অ্যাডভান্টেজ দিতে পারে। বিশেষ করে, এশিয়ার উইকেটে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।  
অন্যদিকে, স্টয়নিসের জায়গায় আসতে পারেন বিউ ওয়েবস্টার। সম্প্রতি ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকে নজর কেড়েছেন তিনি। লিস্ট এ ক্রিকেটে তার ব্যাটিং গড় ৩১.৩৫, রয়েছে ১টি সেঞ্চুরি ও ৭টি ফিফটি, পাশাপাশি বোলিংয়েও ৪৪ উইকেট শিকার করেছেন। এরা শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে খেলার সুযোগ পাচ্ছেন। 

কামিন্সের অনুপস্থিতিতে কে অধিনায়ক হবেন, তা নিয়ে আলোচনা চলছে। স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেড দুজনই দৌড়ে রয়েছেন। অস্ট্রেলিয়ার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে ১২ ফেব্রুয়ারি, ঠিক সেদিনই লঙ্কানদের বিপক্ষে প্রথম ওডিআই খেলবে দলটি। 

অস্ট্রেলিয়ার সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো এই নতুন স্কোয়াড নিয়ে কীভাবে ভারসাম্য রক্ষা করা যায়। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, "আমাদের দলের অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের মধ্যে সমন্বয় গড়ে তুলতে হবে। এটি অনেক বড় সুযোগ নতুনদের জন্য।"  

অস্ট্রেলিয়ার সম্ভাব্য চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড
অধিনায়ক- স্টিভ স্মিথ/ট্র্যাভিস হেড; উইকেটকিপার- অ্যালেক্স ক্যারি, জশ ইংলিস; ব্যাটসম্যান- ট্র্যাভিস হেড, মার্নাস লাবুশেন, ম্যাট শর্ট; অলরাউন্ডার- গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন হার্ডি, কুপার কনোলি, বিউ ওয়েবস্টার; পেসার- মিচেল স্টার্ক, শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস; স্পিনার- অ্যাডাম জাম্পা  

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত