অমর একুশে বইমেলা ২০২৫-এ পাওয়া যাচ্ছে কমেডি বই ‘মুরুব্বী মুরুব্বী’। দুর্দান্ত সব জোকস আর হিউমারে ভরপুর বইটি প্রকাশ হয়েছে গতিধারা থেকে। বইটির লেখক স্ট্যান্ড আপ কমেডিয়ান মিজানুর রহমান ঋজু বলেন, ‘চারপাশের নানা রকম মজার ঘটনা জোকস আকারে কল্পিত মুরুব্বীর তীক্ষè বুদ্ধি আর রস বোধের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। মুরুব্বী নিজে হাসেন, অন্যকে ফাঁসান এবং হাসান, সে হাসি অনাবিল, অফুরন্ত এবং অকৃত্রিম।’ গতিধারার স্বত্বাধিকারী সাদমান শাহরিয়ার অমিয় বলেন, ‘যারা হাসতে ভুলে গেছেন বইটি মারাত্মক টনিক হয়ে টনক নড়াবে তাদের, এতে কোনো সন্দেহ নেই। এ রকম বই বইমেলার সৌন্দর্য অনেকগুণ বাড়িয়ে দেবে আশা করি।’ এটি লেখকের তৃতীয় বই। আগের বই দুটিও বেশ প্রশংসিত হয়েছিল। বিজ্ঞপ্তি