শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

এক ম্যাচে মেসির ছেলের ১১ গোল, রোনালদোর ছেলের ১০ গোল

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৬ পিএম

একসময় ফুটবল দুনিয়ায় রাজত্ব করেছেন লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো। দুজনের ক্যারিয়ারই এখন শেষের পথে। ইউরোপ ছেড়ে খেলছেন অনামী লিগে। এদিকে বেড়ে উঠছে তাদের সন্তানরা। প্রায় কাছাকাছি সময়ে মাঠে নেমে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছে মেসির ছেলে থিয়াগো আর রোনালদোর ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র।

২০২৩ সালে মেসি ইন্টার মায়ামিতে যোগ দিলে তার ছেলে থিয়াগোও ক্লাবটির বয়সভিত্তিক দলের হয়ে খেলা শুরু করে। এর আগেও তার অনেক কারিকুরি দেখা গেছে। এবার আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে অনূর্ধ্ব-১৩ এমএলএস কাপের ম্যাচে ১২ বছরের থিয়াগো করেছে মোট ১১ গোল! প্রথমার্ধেই হয়েছে ৫টি। শেষ পর্যন্ত ম্যাচটি ১২-০ গোলে জিতে নিয়েছে ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলটি!

অন্যদিকে রোনালদোর ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রও কম যায় না। কাছাকাছি সময়েই আল নাসরের জার্সিতে ইত্তিহাদের বিপক্ষে অনূর্ধ্ব-১৫ লিগের ম্যাচে মাঠে নেমেছিল ক্রিশ্চিয়ানো জুনিয়র। তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচটি আল নাসর জিতেছে ১০-৯ ব্যবধানে। আল নাসরের হয়ে ১০টি গোলই করেছে ক্রিশ্চিয়ানো জুনিয়র। প্রথমার্ধেই হয়েছে ৪ গোল। আগের ম্যাচেই আল হিলালের বিপক্ষে ৭ গোল করেছিল ক্রিশ্চিয়ানো জুনিয়র।

** আপডেট: মেসির ছেলের ১১ গোলের খবরটি 'ভুয়া' দাবি করেছে ব্রাজিলিয়ান গণমাধ্যম 'ও গ্লোবো'। বিস্তারিত : মেসির ছেলের ১১ গোলের খবর ‘ভুয়া’ –দাবি ব্রাজিলিয়ান মিডিয়ার

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত