সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ধরাশায়ী কেজরিওয়াল, দিল্লি এখন বিজেপির

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৪ পিএম

ভারতের রাজধানী দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। শনিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লির মসনদে বসতে চলেছে বিজেপি। ৭০ আসনের মধ্যে বিজেপি ৪৭টি আসন এবং আম আদমি পার্টি (আপ) পেয়েছে ২২টি আসন। অন্যদিকে কংগ্রেসের ঝুলিতে কোনো আসনই পড়েনি।

এই নির্বাচনে জয়ের ফলে দীর্ঘ ২৭ বছর পর রাজধানীর মসনদে বসতে যাচ্ছে টানা তিন দফায় ক্ষমতায় থাকা বিজেপি। আর এতে কপাল পুড়ল ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির।

গত বুধবার নির্বানের পর আজ শনিবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগণনা। ভারতের নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুসারে, ৬০ শতাংশের বেশি যোগ্য ভোটার এবার ভোট দিয়েছেন। রাজধানী হিসেবে প্রতীকী গুরুত্বের কারণে দিল্লিজয় উভয় দলের জন্যই একটি মর্যাদার লড়াই।

ফেডারেল-শাসিত অঞ্চলটি ২০১৩ সাল থেকে পরিচালিত করছে কেজরিওয়ালের আপ। কিন্তু সম্প্রতি দলটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে। এর আগে কংগ্রেসও ১৯৯৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত দিল্লি শাসন করেছিল, কিন্তু দুর্নীতির অভিযোগের কারণে ক্ষমতাচ্যুত হয়। এর ফলে ভোটাররা আপের দিকে ঝুঁকে পড়ে।

তবে বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন, বিভিন্ন সংবাদ সংস্থা কর্তৃক প্রকাশিত বুথ ফেরত জরিপ অতীতে প্রায়ই ভুল প্রমাণ হয়েছিল এবং নিরপেক্ষ ছিল না। দিল্লির একটি অনন্য শাসন কাঠামো রয়েছে। জনশৃঙ্খলা, পুলিশ এবং জমি সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো লেফটেন্যান্ট গভর্নরের (এলজি) মাধ্যমে নেওয়া হয় এবং তিনি ফেডারেল সরকার কর্তৃক নিযুক্ত হন। রাজ্য আইনসভা শিক্ষা, স্বাস্থ্য এবং জনসেবাসহ বিভিন্ন বিষয় পরিচালনা করে।

বিশেষজ্ঞরা বলছেন, এক্সিট পোল বা বুথ ফেরত জরিপের ফলাফল চূড়ান্ত ফলাফল না হলেও এটা দেখা যাচ্ছে, গত বছরের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারানো সত্ত্বেও ভারতীয় ভোটারদের কাছে মোদি এখনও জনপ্রিয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত