সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশের চলমান পরিস্থিতিতে সর্বোচ্চ আদালতের নিরাপত্তা বাড়ানো হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সেনাবাহিনীর পাশাপাশি অতিরিক্ত পুলিশ, র্যাব সদস্যরা সুপ্রিম কোর্ট ও তার আশপাশে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সুপ্রিম কোর্টে প্রবেশে একাধিক ফটকের বাইরে পুলিশ, র্যাব ও ফটকের ভেতরে সেনা সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে।
সুপ্রিম কোর্ট প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ‘ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জেলায় কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। সুপ্রিম কোর্টের ভিতরে শেখ মুজিবের ম্যুরাল রয়েছে। যে কারণে সতর্কতা হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’