একটা সময় একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন বলিউড সুপার স্টার অক্ষয় কুমার। তবে বেশ কিছুদিন ধরেই সময়টা খানিক মন্দ যাচ্ছে অক্ষয়ের। তাইতো অভিনেতা তার মুম্বাইয়ের অ্যাপার্টমেন্টটি বিক্রি করেছেন। সূত্রের খবর, মুম্বাইয়ের বোরিভোলির এই অ্যাপার্টমেন্টটি ২১ জানুয়ারি, ২০২৫-এ রেজিস্ট্রি হয়েছিল।
মুম্বাইয়ের ওবেরয় ৩৬০ ওয়েস্ট প্রকল্পে সমুদ্রমুখী এ বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি ৮০ কোটি রুপিতে বিক্রি করেছেন। যা বাংলাদেশি মুদ্রায় ১১১ কোটি টাকারও বেশি।
জানা গেছে, ৬৮৩০ বর্গফুটের অ্যাপার্টমেন্ট ওবেরয় ৩৬০ ওয়েস্ট প্রকল্পের ৩৯ তলায় অবস্থিত, যা ওরলির একটি বিলাসবহুল আবাসিক টাওয়ার এবং এতে চারটি পার্কিং স্লট অন্তর্ভুক্ত। ওবেরয় রিয়েলটির বিলাসবহুল আবাসিক প্রকল্পে দুটি টাওয়ার রয়েছে এবং এতে ৪ বিএইচকে এবং ৫ বিএইচকে ইউনিট অন্তর্ভুক্ত। এছাড়াও ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট এবং পেন্টহাউস রয়েছে। প্রকল্পটি ২০২২ সালে দখলপত্র পেয়েছে। দারুণ সমুদ্রদৃশ্য প্রকল্পটির উচ্চতা ৩৬০ মিটার হওয়ার কারণে সম্ভবত এ নাম দেওয়া হয়েছে। অন্যদিকে পুরো অ্যাপার্টমেন্ট পশ্চিমমুখী।
সম্প্রতি মুম্বাইয়ের বোরিভালি ইস্টে তার অ্যাপার্টমেন্টটি ৪.২৫ কোটি রুপিতে বিক্রি করে আলোচনায় এসেছিলেন সুপার স্টার অক্ষয় কুমার।