মার্চে ফিফা উইন্ডোতে খেলা আছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। তার আগে ফুটবলারদের খেলার মধ্যে রাখতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এক বা দুই রাউন্ডের খেলা ফেব্রুয়ারিতে রাখতে অনুরোধ করেছিলেন জাতীয় দলের কোচ। সেই অনুরোধ রাখা হয়েছে সেটি পুরনো খবর। আজ শনিবার লিগের দ্বিতীয় পর্বের সূচি প্রকাশ করা হয়েছে।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফেসবুক পেইজে দেওয়া হয় সূচি। তাতে দেখা গেছে দল-বদলের বিরতির মাঝেই ২১ ও ২২ ফেব্রুয়ারি দুই দিনে লিগের এক রাউন্ড খেলা হবে। দশম রাউন্ড খেলা হওয়ার পর মার্চে জাতীয় দলের খেলা। বাকি রাউন্ডের খেলা শুরু হবে ১১ এপ্রিল থেকে।
১১তম রাউন্ডে ১২ এপ্রিল মুখোমুখি হবে মোহামেডান ও বসুন্ধরা কিংস। আর ২৬ এপ্রিল ১২তম রাউন্ডে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বোন্দ্বি আবাহনী-মোহামেডান। ১৩তম রাউন্ডে ২ মে, মুখোমুখি হবে আবাহনী ও বসুন্ধরা কিংস। তাই বলাই যায় ১১, ১২ ও ১৩ টানা তিন রাউন্ডেই আছে বড় ম্যাচ।
লিগের প্রথম পর্বের ৯ রাউন্ড শেষে ২৪ পয়েন্টে শীর্ষে আছে মোহামেডান, ২০ পয়েন্টে দুইয়ে ঢাকা আবাহনী ১৭ পয়েন্টে তিনে আছে বসুন্ধরা কিংস।