মৌলভীবাজারে যুব কাবাডি অনূর্ধ্ব-১৮ (বালক/বালিকা) টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে জেলাপুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ এবং পৃথিবী পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। নিজেদের চরিত্রে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমেই সমৃদ্ধ দেশ, সমৃদ্ধ পৃথিবী গড়া সম্ভব।
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যে তারুণ্যের এই উৎসবে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘দেশব্যাপী তারুণ্যের উৎসবের অংশ হিসেবে এই কাবাডি খেলার আয়োজন। আমাদের জাতীয় খেলা কাবাডি। আমি আশা করি তোমরা একদিন আমাদের দেশকে প্রতিনিধিত্ব করবে এবং দেশের জন্য সুনাম বয়ে আনবে।’
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সার্বিক সহযোগিতায় জেলা পুলিশ আয়োজিত এই টুর্নামেন্টে ছেলেদের বিভাগে মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, ফেনী, নেত্রকোনা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং মেয়েদের বিভাগে মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট ব্রাহ্মণবাড়িয়া জেলা অংশগ্রহণ করছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা মো.মাজহারুল মজিদ প্রমুখ।