এসএসসি ৯৭- এইচএসসি-৯৯ ব্যাচ আয়োজিত ৯৭-৯৯ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইটান্স অফ ব্রাহ্মণবাড়িয়াকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে খুলনা টাইগার্স। এবার ছিল এই আসরের পঞ্চম সংস্করণ। এ নিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো খুলনার দলটি।
শনিবার রাজধানীর বুয়েট মাঠে অনুষ্ঠিত হয় ফাইনাল। অসাধারণ বোলিং পারফরম্যান্সের জন্য প্লেয়ার অফ দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন খুলনা টাইগার্সের ফিরোজ খান। পুরো টুর্নামেন্টে দারুণ ব্যাটিং ও বোলিংয়ের জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ ৩৬৮ রান সংগ্রহের জন্য সেরা ব্যাটারের স্বীকৃতি পেয়েছেন খুলনা টাইগার্সের নিজামউদ্দিন রিপন। এছাড়া, সর্বোচ্চ ১২ উইকেট শিকারের জন্য বেস্ট বোলার নির্বাচিত হন খুলনা টাইগার্সের অধিনায়ক ফয়সাল আহমেদ।
পাঁচটি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত এবারের আসরে সারাদেশের মোট ১৬টি দলের ৩২০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন, যা শুধুমাত্র একটি ক্রিকেট প্রতিযোগিতা নয়, বরং বন্ধুদের জন্য এক আনন্দময় মিলনমেলায় পরিণত হয়েছিল।
খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার-আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন ৯৭-৯৯ ব্যাচের ফেসবুক গ্রুপের প্যানেল সদস্য এবং আয়োজক কমিটির সদস্যরা। খুলনা টাইগার্স এই জয়ে টিম ম্যানেজার জাবের সিরাজী দলের পক্ষ থেকে সকল খেলোয়াড়দের শুভেচ্ছা জানান এবং দলের স্পন্সরদের বিশেষ করে লিরা গ্রুপ, কপোতক্ষ হাউজিং লিমিটেড,স্মার্ট টয়, ফ্লেক্স এডেসিভ, নিডস ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এএনজেড বিল্ডারস, নেক্সাস আইটি, প্রিন্স হাসপাতাল, অন্দরমেদা লিমিটেড, বিবিকন, ফ্যাশন এক্সেসরিস, মাসুম এন্টারপ্রাইজ এবং মাহিবি এন্টারপ্রাইজ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি, তিনি টুর্নামেন্ট আয়োজকদের এমন সুন্দর আয়োজনের জন্য এবং খুলনা টাইগার্সের সকল বন্ধু ও শুভানুধ্যায়ীদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।