বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী। আমাদের সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। সফল হতে হলে ধীরে ধীরে এগোতে হবে। অন্ধকারকে আলো দিয়ে দূর করতে হয়। আলোকবর্তিকা জ্বালিয়ে এগিয়ে যেতে হবে।
আজ রবিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাতের জন্য অভ্যুত্থানের মধ্য দিয়ে সফলতা অর্জন করেছে। দুর্ভাগ্যের বিষয় হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দেই। সবার কাছে আহ্বান জানাতে চাই। সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, স্থিতিশীলতার জন্য, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাদের কাজ অব্যাহত রাখবেন।
অপর এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট' চালানোর সিদ্ধান্তকে স্বাগত জানান।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ফাউন্ডেশনের আমন্ত্রণে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।