শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

‘আমার ছেলেকে বিদেশে পাঠানোর স্বপ্ন আগুনে পুড়ে ছাই’

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৬ পিএম

আগুনে পুড়ে গেছে হেলেন মিয়ার ছেলেকে বিদেশে পাঠানোর স্বপ্ন। হেলেন মিয়া কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়া গ্রামের বাসিন্দা। রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে হেলেন মিয়ার নগদ পাঁচ লাখ টাকা ছেলে ফয়সাল আহম্মেদের পাসপোর্টসহ বসত ঘর ও মালামাল পুড়ে গেছে।

হেলেন মিয়া বিলাপ করে বলেন, ‘ছেলেকে বিদেশে পাঠানোর জন্য এনজিও ও ব্যাংক থেকে নগদ পাচ লাখ টাকা তুলে ঘরে রাখছিলাম। আগুনে আমার ছেলেকে বিদেশে পাঠানোর স্বপ্ন পুড়ে ছাই করে দিয়েছে। আমি বাজারে ছিলাম, খবর পেয়ে বাড়িতে এসে দেখি আমার সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

হোমনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নেন।  বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা।

তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. সুমাইয়া মমিন বলেন, আগুনে একটি পরিবারের বসত ঘর পুড়ে যাওয়ার খবর পেয়েছি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত