রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা।
জানা যায়, সোমবার সকাল থেকে শ্রমিক হয়রানি, মামলা,জরিমানার প্রতিবাদে সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। এতে রাজধানী থেকে গাড়ি বের হতে বা প্রবেশ করতে পারছে না। এই অবরোধে সড়কে দুই পাশে যানযট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
পরিবহন শ্রমিকরা জানান, কাউন্টার টিকিট চালু করার পর থেকে সড়কে পরিবহনের পরিমাণ কমে গেছে। এই পদ্ধতির কারণে গাজীপুরগামী অনেক বাস বন্ধ করে দেওয়া হয়েছে। এতে অনেক শ্রমিক কর্মহীন হচ্ছে যাচ্ছে। তারা এই সিস্টেম বাতিলের দাবি জানান।