শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মোহনগঞ্জে আ. লীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৭ পিএম

নেত্রকোণার মোহনগঞ্জে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির ৩১ দফা লিফলেট বিতরণকালে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার মামলায় আওয়ামী লীগ নেতা মো. সুলতান আহম্মেদকে (৬৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

সুলতান আহম্মেদ উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক।  সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।এর আগে রোববার রাতে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে  জানা গেছে, গত ডিসেম্বরে মোহনগঞ্জ উপজেলার ছেঁছরাখালী এলাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করছিল ছাত্রদলের নেতাকর্মীরা। ওই কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতিসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা ছিলেন। এতে আওয়ামী লীগ ও এর অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। হামলায় ছাত্রদলের নেতাকর্মীরা আহত হন। পরে এ ঘটনায় থানায় মামলা করা হয়। 

উল্লেখ্য সুলতান আহম্মেদ এর আগেও বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও বিএনপি নেতার বাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে  ছিলেন। সম্প্রতি তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পান।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত