বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

পর্যটকদের জন্য সুখবর, যেতে পারবেন বান্দরবানের দেবতাখুম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৯ এএম

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পর্যটনকেন্দ্র দেবতাখুমে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার থেকে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এদিকে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কমিটির সভা ও  উপজেলা কার্যালয় রোয়াংছড়ি, বান্দরবান পার্বত্য জেলার সিদ্ধান্তের আলোকে দেবতাকুম পর্যটন কেন্দ্রটি ১১ ফেব্রুয়ারি থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হল।

স্থানীয়রা জানান, দুর্গম এলাকাগুলোতে সশস্ত্র সংগঠনগুলোর তৎপরতার কারণে ২০২২ সালের ১৭ অক্টোবর রুমা-রোয়াংছড়িতে দেশি বিদেশি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। এই নিষেধাজ্ঞা কয়েক দফায় বাড়িয়ে রুমা-রোয়াংছড়ি, আলীকদম ও থানচি উপজেলায়ও আরোপ করা হয়। পরে আলীকদম উপজেলা থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও রুমা-রোয়াংছড়ি ও থানচি উপজেলায় বহাল রয়েছে। ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যেও গত বছর ৩ ও ৪ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংকে ডাকাতি করে সশস্ত্র সংগঠন কেএনএফ। যার কারণে ৬ এপ্রিল থেকে সন্ত্রাস দমনে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। চলমান অভিযানে সেনাবাহিনীর কর্মকর্তাসহ নিহত হয়েছে বেশ কয়েকজন। 

রোয়াংছড়ি পর্যটক গাইডের সভাপতি পলাশ তঞ্চঙ্গ্যা বলেন, দীর্ঘ এক বছর পর নানা অবসান ঘটিয়ে আগামীকাল দেবতাখুম  নিষেধাজ্ঞা তুলে নিয়েছে প্রশাসন। আবারো পর্যটকদের পদচারণায় মুখরিত হবে পর্যটন কেন্দ্র দেবতাকুম। এতে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীসহ পর্যটক গাইডের মাঝে স্বস্তি ফিরেছে। প্রশাসন প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, পর্যটন কেন্দ্র দেবতাখুম পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।  পর্যটকদের নিরাপত্তা জন্য ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক মাঠে থাকবে ও সাদা পোশাকে সতর্ক অবস্থানে থাকবে। আর প্রতিটি স্থানে পর্যটকদের জন্য হটলাইন নম্বর দেওয়া আছে। প্রয়োজনে জরুরি কল দিলে মুহুর্তেই ট্যুরিস্ট পুলিশ সেখানে পৌঁছে যাবে।

উল্লেখ্য, বান্দরবান থেকে রোয়াংছড়ি হয়ে যেতে হয় কচ্ছপতলি হয়ে। সেখান থেকে দেড় কিলোমিটার পায়ে হেঁটে যাওয়া যায় এই পর্যটন দেবতাখুম। আর সেখানে পাথরের দু’পাহাড়ের মাঝখানে পাহাড়ি ঝর্ণা ও স্বচ্ছ পানি। অনেক জায়গায় গভীর জঙ্গল ও পাথরের দেয়ালের কারণে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না। বান্দরবানের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান দেবতাখুম বান্দরবান জেলা শহর থেকে ৩৩ কিলোমিটার ও রোয়াংছড়ি থেকে ১৩ কিলোমিটার দূরত্বে অবস্থিত।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত