পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির অবস্থা ভালো নয়। হুট করেই যেন দলটি জিততে ভুলে গেছে। মাঠের পারফর্মেন্স চরম অধরাবাহিক। এমতাবস্থায় মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছে সিটি। প্রতিপক্ষের অবস্থা ছন্নছাড়া হলেও সম্মান ও সমীহ করছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তার সমীহের বড় কারণ কোচ গার্দিওলা।
সিটির বিপক্ষে লড়াইকে ‘মর্ডান ক্ল্যাসিকো’ উল্লেখ করে আনচেলত্তি বলেন, ‘এটাকে এখন মডার্ন ক্লাসিকো মনে হচ্ছে, কারণ বছরের পর বছর আমরা পরস্পরের মুখোমুখি হচ্ছি এই প্রতিযোগিতায়। আমার মনে হয়, বরারবরের মতোই বিনোদনদায়ী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। অনেক কিছুই নির্ভর করবে মানসিকতা, ব্যক্তিগত পারফরম্যান্স, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের ওপর।’
২০২২ সালে সেমি-ফাইনালে রোমাঞ্চকর এক লড়াইয়ে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ফাইনালে উঠে শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। তাই এই ম্যাচকে ভীষণ গুরুত্ব দিচ্ছেন আনচেলত্তি, ‘এই লড়াই এতটাই উঁচু মানের যে, খেলার প্রতিটি ক্ষেত্রেই সেরাটা মেলে ধরতে হবে। এই লড়াই থেকে যে দলই সামনে এগোবে, সেই দলেরই টুর্নামেন্টের শেষ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা বেশি। সাম্প্রতিক বছরগুলোয় এটাই দেখা গেছে।’
সিটির পারফর্মেন্স সুবিধার না হলেও গার্দিওলাকে সমীহ করছেন রিয়াল কোচ, ‘ম্যান সিটির বিপক্ষে ম্যাচ সবসময়ই দুর্ভাবনার। গার্দিওলা এমন একজন কোচ, যে ফুটবল খেলাটায় অনেক কিছু বয়ে এনেছে, সে উদ্ভাবনী একজন, তার প্রতি আমার সম্মান অনেক। সে সেরাদের একজন, যদি সেরা নাও হয়। প্রতিবার যখন তাদের মুখোমখি হই, প্রস্তুতিপর্বটা থাকে দুঃস্বপ্নের মতো। কারণ, সবসময়ই সে এমন কিছু বের করে, যা নিয়ে বাড়তি মাথা ঘামাতে হয়। সিটি এখনও ইউরোপের সেরা দলগুলির একটি। তাদের আছে সেরা একজন কোচ। টুর্নামেন্টের এই পর্যায়ে সিটির চেয়ে কঠিন প্রতিপক্ষ আমরা আর পেতে পারতাম না।’