শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

কোনো অপরাধীকে মাঠে দেখতে চান না স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪২ এএম

কোনো অপরাধীকে মাঠে, ময়দানে দেখতে চান না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

আজ মঙ্গলবার সকালে রাজারবাগে মানবাধিকার ও পরিবেশ আইন নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি এ হুঁশিয়ারি দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট পরিচালনার জন্য জেলা পর্যায়ে ডিসি ও পুলিশ সুপার সমন্বয় করবেন। কোনো অপরাধীকে মাঠে, ময়দানে দেখতে চাই না। তাদের বিচারের আওতায় আনতে হবে।’

তিনি বলেন, ‘কোনোভাবেই যেন কোনো সন্ত্রাসী জামিন না পান। বিচার বিভাগ ও আইনশৃংখলা বাহিনী সমন্বয়ের দেশ থেকে সন্ত্রাসীদের মূল উৎপাটন করা সম্ভব।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত শনিবার সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্টে’ নামে অভিযান শুরু করে যৌথ বাহিনী। এতে গ্রেপ্তার করা হয়েছে অনেককে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত