বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য, হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় ৩নং খামারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং খামারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ। গ্রেপ্তার মো. আব্দুল মোমিন (৫৫) উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁঝর এলাকার মৃত হায়দার আলী মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদেরভিত্তিতে উপজেলার পৌর এলাকার কর্মকার পাড়া (ডিজে হাই স্কুল মাঠ সংলগ্ন) নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার আসামি আব্দুল মোমিনকে আদালতে পাঠানো হয়েছে।