রাজধানীর মানিকনগর এলাকায় চুরির অপবাদে আয়েশা বেগম (৫৫) নামের এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মুগদা হাসপাতাল থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এর আগে গত সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে প্রতিবেশীরা মারধর করে তাকে। আহত অবস্থায় মুগদা হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। চিকিৎসাধীন অবস্থায় গতরাতে মারা যান তিনি।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, গত ১০ ফেব্রুয়ারি দুপুরে প্রতিবেশীরা চুরিরর অপবাদ দিয়ে মারধর করে ওই নারীকে। পরে স্বজনরা মুগদা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানর মারা যান তিনি। বিষয়টি তদন্ত চলছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এদিকে নিহত আয়েশা বেগমের মেয়ে রুমি আক্তার জানান, তাদের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার বুইড়ার চড় গ্রামে। বাবা শফিক অনেক আগেই মারা গেছেন। বর্তমানে মুগদা মান্ডা প্রথমগলি চাঁন মসজিদ সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকতেন এবং ওই এলাকাতে শাকসবজি বিক্রি করতেন তার মা আয়েশা বেগম।
তিনি আরও জানান, মানিকনগর প্রফেসার গলির একটি বাসা থেকে গত কয়েকদিন আগে একলক্ষ টাকা চুরি হয়। বিষয়টা জানতে গত সোমবার সকালে আমি ওই বাসায় যাই। ওই বাসার লাকি, পপি, সাথী, পাপিয়াসহ কয়েক বোন আমাকে সন্দেহ করে। আমাকে চাল পড়া খাওয়াবে বলে পরে আসতে বলে। সোমবার দুপুরের দিকে আমার মা আয়েশা ওই বাসায় গেলে, লাকি, পপি, সাথী, পাপিয়ারা আমার মাকে কিল, ঘুষি মারে। পরে পিটিয়ে আহত করে। জানতে পেরে ওই বাসা থেকে আমার মাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।