শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

অপারেশন ডেভিল হান্ট

বাঁশখালীতে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০১ পিএম

চট্টগ্রা‌মের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে ইউপি চেয়ারম‌্যান ও  নাশকতা মামলার ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাহারছড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী প্রকাশ ইউনুছ মুন্সি (৪৮), কালীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার মধ্যম গুনাগরির মৃত হোসেনুজ্জামানের পুত্র মো. হেলাল (৩২), পুঁইছড়ি ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পুইছড়ি মিয়ার বাড়ির মৃত নুরুল আলম চৌধুরীর পুত্র ফরহাদুল আলম (৩৩)।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, 'অপারেশন ডেবিল হান্টের বিশেষ অভিযানে আমাদের পুলিশের চৌকস টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেছে। আজকে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নাশকতা মামলার আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত