রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে পাংশা উপজেলার মৈশালা-লাঙ্গলবাদ আঞ্চলিক সড়কের রুপিয়াট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের জাগীর বাগলী গ্রামের মো. মিলনের ছেলে নিলয় ও শরিফুল ইসলামের ছেলে শুভ। এ ঘটনায় রিফাত নামে একজন আহত হয়েছে। তারা সকলেই স্থানীয় কসবামাজাইল কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, শুভ, নিলয় ও রিফাত তিনজন একটি মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। রিপিয়াট এলাকা অতিক্রম করার সময় একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মাদ্রাসার দেয়ালে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শুভ ও নিলয়কে মৃত ঘোষণা করেন। আহত রিফাতকে ফরিদপুর মেডিকেল কলেহ হাসড়পাতালে পাঠানো হয়েছে।
শরিষা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য রাকিবুল জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। এ ঘটনায় তারা শোকাহত।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানান, ওই তিন কিশোর হেলমেট ছাড়াই বেপেরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাদ্রাসার দেয়ালে ধাক্কা খেয়ে দুজন মারা যায়। একজন আহত হয়েছে। আইনি পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন।