আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসির সঙ্গে একই দলে খেলার স্বপ্ন দেখে থাকেন বিশ্বের অসংখ্য ফুটবলার। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়া কতটা কঠিন- সেটা আর বলে দিতে হয় না। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক এখন খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। স্রেফ মেসির জন্যই একসময়ের অখ্যাত এই ক্লাবে আসতে উন্মুখ হয়ে আছেন ফুটবলাররা।
হাভিয়ের মাসচেরানো ইন্টার মায়ামির কোচের দায়িত্ব নেওয়ার পর নতুন তিন ফুটবলারকে দলে নেওয়া হয়েছে। তিনজনেরই এই ক্লাবে যোগ দেওয়ার পেছনে বড় কারণ মেসি। সেল্টা ভিগো থেকে ধারে আসা আর্জেন্টাইন উইঙ্গার তাদেও আইয়েন্দে বলেছেন, ‘প্রস্তাবটি যখন আমার কাছে আসে, এর আগে আমার কল্পনায়ও ছিল না যে, তার সঙ্গে আমি খেলতে ও একই মাঠে থাকতে পারব। কারণ, তার সবকিছুই কেবল আমি ভিডিওতে দেখেছি। তিনি আমার আদর্শ।’
২৫ বছর বয়সী উইঙ্গার আরও বলেন, ‘মেসির সঙ্গে একই মাঠে থাকা মানে ভিন্ন ব্যাপার। শুধু মাঠে কেন, একই ড্রেসিং রুমে থাকা, কাছ থেকে দেখা। সবকিছুই অন্য পর্যায়ের ব্যাপার। এসব ব্যাপার আমার সিদ্ধান্তকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। তার (মেসি) কাছ থেকে শেখার তাড়নাও কাজ করেছে। এছাড়া সের্হিও বুসকেতস, জর্দি আলবা, লুইস সুয়ারেসের মতো তারকাদের কাছ থেকেও শেখা যাবে।’
আর্জেন্টাইন ক্লাব সান লরেন্সো থেকে তিন বছরের চুক্তিতে আসা ২৩ বছর বয়সী ডিফেন্ডার গন্সালো লুহান বলেছেন, ‘এটা ছিল অবিশ্বাস্য এক অভিজ্ঞতা। (প্রস্তাব পেয়ে) এক সেকেন্ডের জন্যও সিদ্ধান্তটি নিতে সংশয় ছিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল এটিই (মেসির সঙ্গে খেলা)। এই দলে অনেক ফুটবলারই আছেন, যারা গ্রেট, সফল ও বিজয়ী। লিও (মেসি) সেখানে আছেন, তিনি খুবই গুরুত্বপূর্ণ। তার কাছ থেকে কত কিছু শেখা যাবে! আমি খুবই খুশি।’
এদিকে পর্তুগিজ ক্লাব কাজা পিয়া থেকে চার বছরের চুক্তিতে মায়ামিতে যোগ দিয়েছেন ভেনেজুয়েলার তেলাস্কো সেগোভিয়া। ভেনেজুয়েলা জাতীয় দলের হয়ে আটটি ম্যাচ খেলা ২১ বছর বয়সী মিডফিল্ডার বলেছেন, ‘আমি এমন একজনের সঙ্গে খেলব, আমার মতে যে বিশ্বের সেরা ফুটবলার। এই ক্লাবে যোগ দেওয়ার ক্ষেত্রে আমার জন্য এই ব্যাপারটি ছিল অনেক বড়, যদিও এই ক্লাবও দারুণ।’