শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

বান্ধবীকে নিয়ে বিষপান করেছেন রিশাভকে বাঁচানো সেই তরুণ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৮ পিএম

২০২২ সালের ৩০ ডিসেম্বর। গভীর রাতে একা গাড়ি চালিয়ে বাড়ি যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিলেন ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার রিশাভ পান্ত। হাইওয়ে থেকে তাকে উদ্ধার করে যারা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, তাদেরই্ একজন রজত বান্ধবীকে নিয়ে বিষপান করেছেন। এই ঘটনায় তার বান্ধবীর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আছেন রজত।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ২৫ বছরের রজত ও তার বান্ধবী ২১ বছরের মনু কাশ্যপের প্রেম মেনে নেয়নি তাদের পরিবার। দুজনে ভিন্ন জাতের হওয়ায় এই সমস্যা। এই হতাশাতেই রজত ও তার বান্ধবী একসঙ্গে আত্মহত্যার চেষ্টা করেন। তাদের গ্রাম বুছা বস্তির এক বাসিন্দা দুজনকে মাটিতে পড়ে ছটফট করতে দেখে বাকিদের খবর দেন। দুই পরিবারের লোকজন এসে উপস্থিত হওয়ার আগেই বড় ক্ষতি হয়ে যায়।

স্থানীয়রা রজত ও মনুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে মনুর পরিবার তাদের মেয়েকে অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যান। সেখানেই মঙ্গলবার ভোররাতে মৃত্যু হয় মনুর। অন্যদিকে রজতের অবস্থাও খুব ভালো নয়। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। মনুর শেষকৃত্যের পর তার পরিবার রজতের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। মনুকে রজত বিষ খাইয়ে হত্যা করেছে বলে তার মায়ের অভিযোগ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত