বসন্ত ও একুশকে সঙ্গে নিয়ে আগামীকাল ১৪ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা পরিচালিত কিশলয় চারুকলা কেন্দ্রের ২১তম বার্ষিক চারুকলা প্রদর্শনী। প্রদর্শনীতে মেলার চারুকলা বিভাগের ১২টি শ্রেণির ১৭৪ জন শিক্ষার্থীর ১৭৪টি ছবি প্রদর্শিত হবে।
১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই আয়োজনের প্রথম দিন সকাল ৮টায় থাকছে মেলার কিশলয় ললিতকলা কেন্দ্রের শিল্পীদের পরিবেশনায় “বসন্ত উৎসব ১৪৩১”। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলার সভাপতি এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা এ এম শফিউর রহমান দুলু।
বসন্ত উৎসব গ্রন্থনা ও পরিচালনা করবেন কিশলয় ললিতকলা কেন্দ্রের অধ্যক্ষ গোলাম জিলানী। একই দিন সকাল ১০টায় ২১তম বার্ষিক চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করবেন বরেণ্য চিত্রশিল্পী তাজউদ্দিন আহমেদ ও টি এ কামাল কবির।
১৫ ফেব্রুয়ারি বিকাল ৩টা থেকে অনুষ্ঠিত হবে শিশুর কণ্ঠে গল্প শুনি শিরোনামে গল্প বলা প্রতিযোগিতা। গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা প্রতিষ্ঠিত কামাল স্মৃতি পাঠাগার আয়োজিত এ প্রতিযোগিতায় গেণ্ডারিয়ার ১৭টি স্কুলের প্রায় ৪০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে। অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন পাঠাগারের সভাপতি আবু তাহের বকুল।
১৭ ফেব্রুয়ারি বিকাল ৫টা থেকে মেলা প্রাঙ্গণে শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শন করা হবে। কার্যক্রমটি পরিচালনা করবেন বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ নাবিল আশরাফ। ২০ ফেব্রুয়ারি বিকাল ৩টায় আয়োজন করা হয়েছে শিশুর কণ্ঠে গল্প শুনি -গল্প বলা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আফসানা বেগম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জ্যেষ্ঠ সাংবাদিক ও গ্রন্থাগার বিষয়ক গবেষক আলীম-উজ-জামান এবং বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির সদস্য সচিব মো. জহিরুদ্দিন। পুরস্কার বিতরণ শেষে গেণ্ডারিয়ার শিল্পীদের পরিবেশনায় একটি সঙ্গীত সন্ধ্যার আয়োজন থাকবে।
২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল ৮টায় প্রভাত ফেরী এবং গেণ্ডরিয়ার ধূপখোলা মাঠের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। কার্যক্রমটির নেতৃত্ব দেবেন গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা পরিচালিত কচি-কাঁচা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষিকা ফাহমিদা কুমকুম এবং কিশলয় অবৈতনিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেগম রাবেয়া মুর্শিদা। ধুপখোলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে গেণ্ডারিয়ার বিভিন্ন শিক্ষা এবং সামাজিক প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সদস্যরা।
২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় ২১তম বার্ষিক চারুকলা প্রদর্শনীর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হবে। এই আয়োজনে থাকবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সভাপতি খোন্দকার মো. আসাদুজ্জামান, সভাপতিত্ব করবেন কিশলয় চারুকলা কেন্দ্রের অধ্যক্ষ সাধনা ইসলাম। সাংস্কৃতিক অনুষ্ঠানের গ্রন্থনা ও পরিচালনা করবেন মেলার প্রচার সম্পাদক মোঃ মাহবুবুর রহমান খান।
প্রদর্শনী উপলক্ষে মেলার সাধারণ সম্পাদক নুসরাত ইয়াসমিন রুম্পা সম্পাদিত একটি স্মরণিকা প্রকাশিত হয়েছে। গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা প্রাঙ্গণে প্রদর্শনীটি ১৪-২২ ফেব্রুয়ারি রবি থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৮টা এবং শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।