শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

অপহৃত ঠিকাদার ইদ্রিসকে উদ্ধার, আটক ১

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৫ এএম

নগরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে অপহৃত ঠিকাদার মোহাম্মদ ইদ্রিসকে উদ্ধার করেছে পুলিশ। বৃ্‌স্পতিবার রাত ১০টার দিকে তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম। তবে চট্টগ্রাম শহরের কোন জায়গা থেকে তাকে উদ্ধার করা হয়েছে সেটা তিনি জানাতে পারেননি।

অপর একটি সূত্রে জানা গেছে, অপহরণের পর এই ঠিকাদারের পরিবারের কাছ থেকে সংঘবদ্ধ অপরাধ চক্র ১০ লাখ টাকা মুক্তপণ দাবি করে। এরমধ্যে অপরাধ চক্রের হাতে দুই লাখ টাকা দিয়েছে ইদ্রিসের পরিবার।

এদিকে এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এর আগে গত বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মোহাম্মদ ইদ্রিস নামের ওই ঠিকাদারকে তুলে নেওয়া হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার।

জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে প্যান্ট কিনে জহুর হকার্স মার্কেট থেকে বের হয়েছিলেন ইদ্রিস। তার সঙ্গে আরও দুজন ছিলেন। এ সময় এক ব্যক্তি এসে ইদ্রিসকে কথা আছে বলে ডেকে নিয়ে যায়। তাকে একটি দোকানের ভেতর নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি রাতে নগরের এ কে খান মোড় থেকে সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ী অপহরণের শিকার হন। তার পরিবারের সদস্যদের মোবাইলে কল দিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় পরদিন ভুক্তভোগীকে উদ্ধারের পাশাপাশি ভোরে নগরের কর্নেলহাট এলাকা থেকে নিজাম উদ্দিন রাসেল (৩০) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত