শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে কেউ হারেনি; কীভাবে শিরোপার ফয়সলা?

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪১ এএম

দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। শুক্রবার সকালে অনুষ্ঠিত ম্যাচটির সমীকরণ ছিল- জিতলেই শিরোপা। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটিতে কোনো দলই জিততে পারেনি। ১-১ ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বীদের।

আর্জেন্টিনা। গ্রুপপর্বে ব্রাজিলকে ৬–০ গোলে হারানোয় আর্জেন্টিনাকেই এই ম্যাচে ফেবারিট ভাবা হচ্ছিল। কিন্তু দুর্দান্ত হয়ে ওঠা ব্রাজিলকে তারা হারাতে পারেনি। ৩৮ মিনিটের মাথায় হুলিও সোলারকে বক্সের ভেতর ব্রেনো বাইদন ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন তরুণ ক্লদিও এচেভেরি।

বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে ব্রাজিল। কিছুক্ষণ পর তারা সফলও হয়। ৭৮ মিনিটে ইগর সিরোতের সহায়তায় দারুণ ফিনিশিংয়ে ব্রাজিলকে সমতা এনে দেন রায়ান। ম্যাচ অমীমাংসিত থাকায় শেষ ম্যাচেই নির্ধারিত হবে শিরোপা। আগামী রবিবার টুর্নামেন্টের শেষ ম্যাচে ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে এবং আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে।

আজকের ম্যাচ ড্র হওয়ায় ব্রাজিলের পয়েন্ট ৪ ম্যাচে ১০। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আর্জেন্টিনা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত