শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

এমবাপ্পের চেয়ে বেশি বেতন চান ভিনি-বেলিংহাম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৯ এএম

রিয়াল মাদ্রিদে বেতন নিয়ে শুরু হয়েছে নতুন ঝামেলার। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পেকে অনেক বেশি বেতনে পিএসজি থেকে নিয়ে আসার পর তেমন প্রতিদান দিতে পারেননি। এতেই নাকি বেঁকে বসেছেন ভিনিসিয়ুস জুনিয়র আর জুড বেলিংহাম। তারা দুজনেই ফরাসি তারকার চেয়ে বেশি বেতন দাবি করেছেন।

এই মুহূর্তে এমবাপ্পে রিয়ালে সর্বোচ্চ বেতনটাই পান। তবে ভিনিসিয়ুসের দাবি, তাকে সর্বোচ্চ বেতন দিতে হবে। অন্যদিকে বেলিংহাম এক কাঠি সরেস। তিনি ভিনিসিয়ুস এবং এমবাপ্পের চেয়েও বেশি বেতন চাইছেন। সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে যে, ভিনিসিয়ুসকে কিনতে সৌদি প্রো লিগের একটি ক্লাব নাকি ১০০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে। এরপরই রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা শুরু করেছেন ভিনিসিয়ুস।

ইএসপিএনের দাবি, ভিনি চান এমন এক চুক্তি, যা তাকে এমবাপ্পে ও বেলিংহামের চেয়েও বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করবে। ভিনিসিয়ুসের বেতন বছরে দেড় কোটি ইউরো বলে জানা যায়, যেটা এমবাপ্পের প্রায় কাছাকাছি। তবে এমবাপ্পে ৮০ লাখ ইউরোপ পান চুক্তিতে সইয়ের বোনাস হিসেবে। এদিকে ভিনির দেখাদেখি বেলিংহামের এজেন্টরাও নড়েচড়ে বসেছে।

স্প্যানিশ মিডিয়াগুলো বলছে, ইতোমধ্যে নাকি বেতনের ইস্যুতে রিয়াল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে বেলিংহামের এজেন্ট। বেলিংহাম বর্তমানে বছরে ৮০ লাখ থেকে ১ কোটি ইউরোর মতো পারিশ্রমিক পেয়ে থাকেন। তার দাবি, গত দেড় বছরে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগে পারফরম্যান্স বিচারে তাকে সর্বোচ্চ পারিশ্রমিক দিতে হবে। ভিনির চুক্তির বিষয়টি দেখে তারপর নাকি নিজের দাম নির্ধারণ করবেন বেলিংহাম।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত