বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

বাফটায় বাজিমাত করলেন কারা?

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৫ পিএম

গত ১৬ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যালে বসেছিল ৭৮তম ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) অ্যাওয়ার্ডেসের আসর। এবারে সর্বোচ্চ মনোনয়ন পেয়েছিল ‘কনক্লেভ’ (১২টি) ও ‘দ্য ব্রুটালিস্ট’ (১১টি)। প্রত্যেকটি চারটি করে পুরস্কার জিতে নিয়েছে।

সেরা ব্রিটিশ সিনেমা: কনক্লেভ
সেরা সিনেমা: কনক্লেভ
সেরা পরিচালক: ব্র্যাডি করবেট (দ্য ব্রুটালিস্ট) 

সেরা অভিনেতা: অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (আনোরা)

সেরা পার্শ্ব অভিনেতা: কিয়েরিন কুলকিন (আ রিয়েল পেইন)
সেরা পার্শ্ব অভিনেত্রী: জোলি সালদানা (এমিলিয়া পেরেজ)

সেরা সিনেমাটোগ্রাফি: দ্য ব্রুটালিস্ট
সেরা মৌলিক চিত্রনাট্য: আ রিয়েল পেইন
সেরা অ্যাডাপটেড চিত্রনাট্য: কনক্লেভ
সেরা অ্যানিমেটেড সিনেমা: ওয়ালেস অ্যান্ড গ্রোমিত 

সেরা ভিজ্যুয়াল এফেক্ট: ডিউন: পার্ট টু
সেরা বিদেশি ভাষার সিনেমা: এমিলিয়া পেরেজ
সেরা প্রামাণ্যচিত্র: সুপার/ম্যান: দ্য ক্রিস্টোফার রিভ স্টোরি

সেরা সম্পাদনা: কনক্লেভ
সেরা সাউন্ড: ডিউন: পার্ট টু
সেরা রূপসজ্জা: দ্য সাবস্ট্যান্স
সেরা উদীয়মান তারকা: ডেভিড জনসন

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত