পরশুরামে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে গ্রেপ্তার হয়েছেন আবদুর রহমান পিংকু (২৭) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে পৌর এলাকার উত্তর কোলাপাড়ার শ্বশুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পরশুরাম মডেল থানা পুলিশ। তিনি ঢাকার গাজীপুর জেলার টঙ্গী থানার ৫৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
সরেজমিনে পুলিশ জানায়, উত্তর কোলাপাড়ায় সামসুদ্দিনের ভবনের একটি বাসায় অভিযান চালিয়ে পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে। ভবনটির মালিক সামসুদ্দিন পিংকুর শ্বশুর। পিংকু পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের কিসমত শালধর গ্রামের (ফকির বাড়ি) মৃত নুরুল আলমের ছেলে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাকে ফেনী মডেল থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।