আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে জয়ের ভালো সম্ভাবনা দেখছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার ইমরুল কায়েস। তার মতে, ভারতের তারকা পেসার জাসপ্রিত বুমরার না থাকাটা বাংলাদেশের জন্য বড় সুযোগ হতে পারে। আগামী ২০ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতের বিপক্ষে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে নাজমুল হোসেন শান্তর দল।
বুমরাকে প্রথমে ভারতের প্রাথমিক স্কোয়াডে রাখা হলেও শেষ পর্যন্ত চূড়ান্ত দলে জায়গা হয়নি তার। পিঠের চোট থেকে সেরে না ওঠায় ভারতীয় নির্বাচকরা তাকে বাদ দিয়ে তার জায়গায় তরুণ পেসার হার্সিত রানাকে অন্তর্ভুক্ত করেছেন। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছে হার্সিতের।
পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে ইমরুল কায়েস বলেন, ‘ভারত শক্তিশালী দল। তাদের ব্যাটিং এবং বোলিং—উভয় বিভাগেই দারুণ শক্তি রয়েছে। তবে বুমরা নেই। আমরা সবাই জানি, গত দুই বছরে তিনি ভারতের হয়ে কতটা অবদান রেখেছেন। তার অনুপস্থিতি বাংলাদেশের জন্য ভালো সুযোগ এনে দেবে।’
বুমরার অনুপস্থিতির সুবিধা পেলেও সাকিব আল হাসানের না থাকাটা বাংলাদেশের জন্য বড় ক্ষতি বলে মনে করছেন ইমরুল।
গত বছর ভারতের বিপক্ষে সিরিজের পর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও জায়গা হয়নি তার, কারণ তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ থাকায় আইসিসির পরীক্ষায় পাস করতে পারেননি তিনি।
সাকিবের না থাকাটা দলের জন্য বড় সমস্যা বলে মনে করেন ইমরুল। তিনি বলেন, ‘সাকিবকে মিস করব, কারণ তিনি খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার উপস্থিতি যে কোনো ম্যাচে বড় পার্থক্য গড়ে দিতে পারে। বাংলাদেশ এখন কিছুটা সমস্যার মধ্যে আছে। সাকিব না থাকায় হয়তো বাড়তি একজন স্পিনার খেলাতে হতে পারে। সেটাই এখন দলের জন্য প্রধান চ্যালেঞ্জ।’
২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। তবে বার্মিংহামের এজবাস্টনে ভারত ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। এবারও কি সেমিফাইনালের মঞ্চে মুখোমুখি হবে দুই দল? নাকি বুমরার অনুপস্থিতির সুযোগ নিয়ে গ্রুপ পর্বেই ভারতকে হারিয়ে চমক দেখাবে বাংলাদেশ? ক্রিকেটপ্রেমীদের চোখ এখন সেই উত্তেজনাপূর্ণ ম্যাচের দিকেই!