সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

রূপায়ণ সিটি ও বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের সমঝোতা স্বাক্ষর

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৭ পিএম

দেশের প্রথম সিটি ব্র্যান্ড, রূপায়ণ সিটির গ্রাহক, কর্মচারী ও কর্মকর্তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে আধুনিক সুবিধা সম্বলিত ও স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা পরিচালিত বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে রূপায়ণ সিটি। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রূপায়ণ সিটি উত্তরায় অবস্থিত রূপায়ণ স্কাই ভিলা লাউঞ্জে রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আহম্মেদ জাহিদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। 

হাসপাতালটির জেনারেল ম্যানেজার, অপারেশন রানা চক্রবর্তী জানান, তারা বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের মাধ্যমে রূপায়ণ সিটির গ্রাহক, কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসা সেবা প্রদান করবেন। এই চুক্তির মাধ্যমে এখানে থাকা কর্মকর্তা-কর্মচারীরা বিশেষ সুবিধা এবং ছাড় পাবেন। এ রকম একটি চুক্তি করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। 

রূপায়ণ সিটির কর্তৃপক্ষ জানান, রূপায়ণ সিটি তার গ্রাহক ও তাদের পরিবারের জন্য প্রেস্টিজ, প্রটেকশন এবং প্রিভিলেজ নিশ্চিত করতে বদ্ধপরিকর। এই প্রটেকশনের এক অন্যতম অনুষঙ্গ হলো সুস্বাস্থ্য। আজ বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের সাথে এই সমঝোতা স্মারক উল্লেখিত প্রতিশ্রুতির এক বহিঃপ্রকাশ। এ সময় উভয় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপিস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত